একটি সম্পূর্ণ ছাগল নিতে হলে,
১) আপনার কত কেজির ছাগল(খাসী) দরকার, সেটা আমাদের জানিয়ে দিলে, আমরা সেই ওজন এর ছাগল আপনার জন্য নিয়ে আসবো।
২) একটি ছাগল(খাসীর) মূল্য তার জীবিত ওজন(Live Weight) এর উপর নির্ভর করবে।
২) আপনি চাইলে, আপনার অর্ডারকৃত ছাগল(খাসী) টি ও আমাদের দক্ষ কসাই সহ আপনার বাসায় যেয়ে, আপনার সামনেই প্রসেস করে দিতে পারবো।
৩) অথবা আপনি চাইলে, আপনার ছাগল(খাসী) টি, আমাদের কসাই দিয়ে প্রসেস করে, ঈদ এর দিন দেলিভার্য নিতে পারবেন।
৪) আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি চার্জ নির্ধারণ হবে।
বি, দ্রঃ একটি জীবিত ছাগল(খাসী) প্রসেস এর পর প্রায় (৩০-৪০)% লেস হয় (চামড়া, ভুঁড়ি, রক্ত, ক্ষুরা ইত্তাদির জন্য)
*** আমরা বিশ্বাস করি, অন্য যে কোন প্লেস হতে আমাদের কাছে পাবেন সাস্রয়ে সুস্থ ও সুন্দর ছাগল(খাসী) ***